নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, আগামীকাল ১৩ অক্টোব রবিবার বিকাল ৩টায় হীরা কমিউনিটি সেন্টারে ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন-এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে নারায়ণগঞ্জে আগমন করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম, শায়েখে চরমোনাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক মাও. লোকমান হোসাইন জাফরী।
১২ অক্টোবর শনিবার বিকাল ৪টায় নগর কার্যালয়ে এক জরুরি সভায় সভাপতি মাসুম বিল্লাহ তার বক্তব্যে আগামীকালকের ওয়ার্ড প্রনিতিধি সম্মেলনকে সফল করার জন্য সকল নেতা-কর্মীকে থাকার আহবান জানান।