নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : র্যাব-১১ এর সিপিএসসি এর কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুল সাকিব বলেছেন, ঈদকে কেন্দ্র করে সারাদেশ ব্যাপী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ ও তার আওতাভুক্ত এলাকায় ঈদ উপলক্ষে যাতায়াত ও ঈদ কেনাকাটাকে সাচ্ছন্দ্যময় করতে আমরা কাজ করছি। বাস, ট্রেন ও অন্যান্য যাতায়াত ব্যবস্থায় আমরা বিশেষ নজর রাখছি। বৃহস্পতিবার (৩০ মে) দুপুর দেড়টায় চাষাড়ায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ঈদ উপলক্ষে কেনাকাটায় চাঁদাবাজ, ছিনতাই, চুরি প্রতিহত করার জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে। এবং অজ্ঞানপার্টি, মলম পার্টির বিরুদ্ধেও কাজ করে যাচ্ছি। যাতে রমজানের বাকি দিনগুলো ও ঈদ উল ফিতরের দিনগুলো মানুষ উপভোগ করতে পারে। এর জন্য আমাদের নিয়মিত টহল থাকবে, সাদা পোশাকে পুলিশ, গোয়েন্দা দলের টহল থাকবে। এর পাশাপাশি আমাদের অপারেশন দল সক্রিয় থাকবে। যাতে কোনো ছিনতাইকারীর কবলে পরে কেউ তাদের সব হারিয়ে না ফেলে।