নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ খান সাহেব স্টেডিয়ামে বাংলাদেশ সেনাবাহিনী হতে নিয়োজিত সেনা সদস্যদের সাথে অস্থায়ী সেনা ক্যাম্পে পরিদর্শন করতে আসেন বাংলাদেশ সেনাবাহিনীর সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ।
বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে পরিদর্শনে আসেন সেনাপ্রধান। এ সময় নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে সেনা প্রধানকে ফুল দিয়ে বরণ করেন পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ ও জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা।
এছাড়াও এসময় জিওসি নবম পদাতিক ডিভিশনের মেজর জেনারেল মো. আকবর হোসেন এবং জেলা প্রশাসক রাব্বী মিয়া। জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ (ক অঞ্চল) মো. মেহেদী ইমরান সিদ্দিকী সহ অন্যান্য অর্মি অফিসারগন।