নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের ইস্পাহানীস্থ এলাকায় স্থাপীত বঙ্গবন্ধু স্মৃতি সংসদের কার্যালয়ে বুধবার বিকালে বঙ্গবন্ধু স্মৃতি সংসদের উদ্যেগে অসহায় দু:স্থদের মাঝে বস্ত্র বিতরণ সহ মিলাদ ও দোয়া মাহফিলের পর ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ইফতার পূর্বক প্রধান অতিথির বক্তব্যে, আগামী সাংসদ নির্বাচণে নারায়নগঞ্জ (৫) আসনে দলীয় প্রতিক নৌকার প্রার্থী দেওয়ার বিষয়ে, জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহিদ বাদল বলেন, আমরা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলেছি। নারায়ণগঞ্জের ৫টি আসনে যদি নৌকা মার্কা দেন এবং জননেত্রী প্রধানমন্ত্রী যদি আমাদের দাবী পূরন করেন, আমরা কথা দিয়েছি, আমরা নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করে, নারায়ণগঞ্জের ৫টি আসন প্রধানমন্ত্রীকে আমরা উপহার দিব।
এ সময় আয়োজিত অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যান সম্পাদক আলহাজ্ব মো. আলমাস ভূঁইয়ার অর্থায়ণে অসহায় দু:স্থদের মাঝে ঈদ উপলক্ষ্যে বস্ত্র বিতরণ করেন ও উপস্থিত নেতাকর্মীরা।
বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি মনির হোসেন খাঁনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব মো. আলমাস ভূঁইয়া, সাংস্কৃতিক সম্পাদক মো. নুর হোসেন, সদস্য এড. মো. ইসহাক মিয়া ও মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মো. হুমায়ুন কবির মৃধা, বন্দর থানা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ, ত্রান ও সমাজ কল্যান সম্পাদক মো. সোনা মিয়া, থানা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক মো. নুরুজ্জামান চৌধুরী এবং ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. মাসুম আহম্মেদ, মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গাজ্বী এম এ সালাম।
তাছাড়া বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন ও থানা আওয়ামী লীগের সাহসী নেতা মো. রোমান হোসাইনের সঞ্চালণায়।
আরও উপস্থিত ছিলেন, মো. নজরুল ইসলাম, মো. সারোয়ার খাঁন, মো. আল-আমিন, ফয়েজ মেম্বার, আবু সাইদ মেম্বার, যুবলীগ নেতা আল আমিন খন্দকার, আওয়ামী লীগ নেতা মো. হাবিবুর রহমান, মো. জুয়েল ভূঁইয়া প্রমুখ।