নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জের টোকিও প্লাজার পাশের দুটি ভবনে নয়ামাটি এলাকার কাইয়ুম ও শরিফ ম্যানশনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় ভবনের বাদল হোসেয়ারি, আল মদিনা হোসেয়ারির গোডাউন পুড়ে গেছে। ১০ নভেম্বর রবিবার সকাল পৌনে ৮টায় শহরের নয়ামাটি এলাকায় দুটি হোসিয়ারি কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
মন্ডলপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। কিন্তু এ ঘটনায় হোসিয়ারি কারখানায় বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে।
তবে, ফায়ার সার্ভিসের তরিৎ তৎপরতায় চার তলা বিশিষ্ট ওই ভবন দুটির অন্যত্র আগুন ছড়াতে পারেনি। ফলে অন্যান্য প্রতিষ্ঠানগুলো আগুনের থাবা থেকে এ যাত্রায় রক্ষা পেয়েছে বলে জানা গেছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, সকাল পৌনে ৮টায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৪টি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে আবহওয়া ঠান্ডা থাকায় আধা ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। কারখানায় হোসিয়ার গেঞ্জির কাপড় ও তৈরি মালামাল ছিল যা আগুনে পুড়ে গেছে।
তিনি বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা যাচ্ছে, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে। তবে বিপুল পরিমাণ গেঞ্জি ও থান কাপড় পুড়ে গেছে। এ কারণে ধোয়া ও ছিল অনেক বেশি, আমাদের কাজ করতে অনেক সমস্যা হয়েছে।