নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জ শহরের টানবাজার পার্কে দোকানদের ২৫ আগস্ট রবিবার পর্যন্ত নিজ দায়িত্বে জমি খালি করার সময় বেঁধে দেয়া হয়েছিল। কিন্তু এ সময়ের মধ্যে না উচ্ছেদ অভিযান চালিয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। এ সময় ২শ ২০টি দোকান ও ছোট কারখানা উচ্ছেদ করা হয়েছে।
২৬ আগস্ট সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে টানাবাজার এলাকায় আশা সিনেমা হল থেকে শুরু করে সাবেক হংস সিনেমা হল পর্যন্ত সিটি করপোরেশনের উচ্ছেদকারী দল এই উচ্ছেদ অভিযান চালায়।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সার্ভেয়ার কালাম মোল্লা, পরিচ্ছন্ন কর্মকর্তা আলমগীর হিরণ, পরিচ্ছন্ন পরিদর্শক শ্যামল পাল প্রমূখ।
সিটি করপোরেশন সূত্র জানায়, টানবাজার পার্ক নামে ওই জমিটি সিটি করপোরেশনের নিজস্ব ভূমি। এখানে নাসিক কর্তৃপক্ষ একটি মার্কেট, বাজার ও একটি স্কুল নির্মাণ করার কথা রয়েছে। একটি পক্ষ দীর্ঘদিন ধরেই এই জমিতে দোকান ও ছোট খাটো বিভিন্ন কারখানা নির্মাণ করে ভোগ দখল করে আসছিলো। আইনী প্রক্রিয়া শেষে তাদেরকে জমি খালি করার জন্য ২৫ আগস্ট রবিবার পর্যন্ত সময় বেঁধে দিলেও তারা দখল ছাড়েনি। ফলে ২৭ আগস্ট সোমবার নাসিক কর্তৃপক্ষ এই উচ্ছেদ চালিয়েছে।