না.গঞ্জের জেলা প্রশাসককে রাগীব হাসান ভুইয়ার বিদায়ী শুভেচ্ছা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জাগ্রত সংসদের সভাপতি রাগীব হাসান ভুইয়া সংসদের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মো. জসিম উদ্দিনকে ফুল দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানিয়েছেন। ২৭ ডিসেম্বর রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ও বিদায়ী ফুলের শুভেচ্ছা জানানো হয়।

এ সময় বিদায়ী জেলা প্রশাসক জসিম উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎকালে রাগীব হাসান ভুইয়া বলেন, আপনার মত জেলা প্রশাসক নারায়ণগঞ্জ এ খুব দরকার ছিলো। আপনার কথা নারায়ণগঞ্জ বাসি সব সময় মনে রাখবে। আপনি জাগ্রত সংসদের পাশে ছিলেন। এজন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানাই।

তাছাড়া এসময় বিদায়ী জেলা প্রশাসক জসিম উদ্দিন রাগীব  হাসান ভুইয়াকে বলেন, আপনারা করোনায় এবং তল্লা ট্রাজেডিতে যেভাবে এই অল্প বয়সে তরুন ছাত্রদের নিয়ে প্রথম দিন থেকে কাজ করেছেন তা আমাকে মুগ্ধ করেছে। আমি এবং পরবর্তী যে আসছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের সহযোগিতায় সব সময় তারা পাশে থাকবে।

add-content

আরও খবর

পঠিত