নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু বলেছেন, আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি যে, নারায়ণগঞ্জ ফুটবলের সূতিকাগার। কালের বিবর্তনে নারায়ণগঞ্জ থেকে ফুটবলের নামটা চলে যাচ্ছিল, কিছুদিন আগ-পর্যন্ত এটা চলেই গিয়েছিলো বলা যায়। আগে নারায়ণগঞ্জের প্লেয়ার ছাড়া ফুটবল এবং ক্রিকেটে জাতীয় দল এর টিম হতোনা। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে, নারায়ণগঞ্জের কোন প্লেয়াররা (খেলোয়াড়) ঢাকার বি লীগের উপড়ে আর খেলার সুযোগ পাচ্ছেনা। অথবা সেখানে তাঁদের মেলে ধরতে পারছেনা। সেটার ব্যর্থতা কিন্তু ক্রীড়া সংস্থা বা জেলা ফুটবল এসোসিয়েশন হিসেবে যারা দায়িত্বে আমরা ছিলাম, বা আছি আমেদেরই। আমি সব সময় আমার দায়িত্বটুকু পালন করতে চেষ্টা করি কাজ করতে গেলে ভুল থাকে ব্যর্থতা থাকে সবকিছু মাথায় নিয়েই মূলত কাজ করতে হয়।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে ওসমানী পৌর স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা।
তিনি আরও বলেন, আমাদের সবচেয়ে বড় সমস্যা ছিলো মাঠের সমস্যা। একটা মাঠের মধ্যে আমাদের সারা বছরের সব খেলার আয়োজন হতো এবং সেনাবাহিনীর প্রশিক্ষণ, নৌ বাহিনীর প্রশিক্ষণ সব কিছু এই একটা মাঠেই (ওসমানী পৌর স্টেডিয়াম) হতো। একটা সুন্দর মাঠে খেলার পরিবেশ তৈরি করে দেয়ার জন্য যেই দায়িত্ব আমরা গ্রহণ করি, সেটাকে পালন করতে পারিনা আমাদের মাঠের স্বল্পতার জন্য। তবে মন্ত্রী, উপ-মন্ত্রী, নারায়ণগঞ্জের সংসদ সদস্য এবং আমাদের ক্রীড়া সংস্থার সহযোগিতায় আমরা এই ওসমানী পৌর স্টেডিয়ামের পাশেই আরেকটি মাঠ তৈরি করতে সক্ষম হয়েছি।
জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, স্থানীয় সরকার নারায়ণগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ জাহেদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিকসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মর্তারা।