নারায়ণগঞ্জ বার্তা ২৪ : করোনা ভাইরাস সংক্রমণের ভয়ে ক্রেতা কমে যাওয়া ও দোকানদার ও কর্মচারী-শ্রমিকরা আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকায় কাঁচাবাজার, মুদি দোকান, ওষুধের দোকান এবং নিত্য প্রয়োজনীয় পন্যের দোকানসমূহ বাদে আগামী ২৫ মার্চ (বুধবার) থেকে ৩১ মার্চ (মঙ্গলবার) পর্যন্ত সকল প্রকার দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। ২২ মার্চ রবিবার মহাসচিব মো: জহিরুল হক ভূইঁয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এমন ঘোষণা দেয় তারা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ দোকান মালিক সমিতির কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক সমিতির সভাপতি মো: হেলালুদ্দিন, মহাসচিব মো: জহিরুল হক ভূঁইয়া ও সিনিয়র সহ সভাপতি তৌফিক এহেসান এক যুক্ত বিবৃতিতে জানান যে, প্রাণঘাতী করোনা ভাইরাস এর কারণে মার্কেট সমূহ ক্রেতা শূন্য হয়ে পড়ায় উপরন্তু শ্রমিক, কর্মচারী ও মালিকদের করোনাভাইরাস সংক্রমণ এড়াতে আগামী ২৫ মার্চ থেকে ৩১শে মার্চ ২০২০ পর্যন্ত সুপার মার্কেট ও মার্কেটসমূহ বন্ধ থাকিবে। কাঁচাবাজার, মুদি দোকান, ঔষধের দোকান এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানসমূহ খোলা থাকিবে। সাথে সাথে নিত্য প্রয়োজনীয় পণ্যসমূহের পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানানো যাচ্ছে যে, কোন অবস্থাতেই কোন পণ্যের দাম বৃদ্ধি করা না হয়। জনস্বার্থে এই সিদ্ধান্ত গ্রহণ করা হইলো।
প্রসঙ্গত, নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ২৪ ঘন্টায় ৩৭ জনসহ ১২৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৩ জন। হোম কোয়ান্টোইন থেকে অব্যাহতি পেয়েছন ১৫ জন। তবে নারায়ণগঞ্জে করোনায় আক্রান্তের কোন তথ্য পাওয়া যায়নি।
২২ মার্চ রবিবার নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা.মোহাম্মদ ইমতিয়াজ জানান, বর্তমানে নারায়ণগঞ্জে কোয়ারেন্টাইনে আছেন সর্বমোট ১২৭ জন। এদের মধ্যে একই পরিবারের তিনজনকে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে রাখা হয়েছে। একজন পুরুষ, তার স্ত্রী এবং তাদের শিশু সন্তান।
তিনি আরো জানান, বাকিরা হোম কোয়ারেন্টাইনে আছেন। এছাড়া ১৫ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে অব্যাহতি পেয়েছেন। হোম কোয়ারেন্টাইনে যারা আছেন তারা সকলেই বিদেশ ফেরত। তবে এখন পর্যন্ত নারায়ণগঞ্জে করোনা আক্রান্ত রোগীর খবর পাওয়া যায়নি।