না.গঞ্জবাসীর প্রাণের দাবী শামীম ওসমানের মন্ত্রীত্ব : তানিম

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে বাংলাদেশ আওয়ামী লীগ টানা ৩য় বারের মতো সরকার গঠন করায় এবং নারায়ণগঞ্জ-৪ আসনে বিপুল ভোটে জয়লাভ করে টানা ৩য় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় একেএম শামীম ওসমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে আওয়ামী প্রচারলীগের নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মোহাম্মদ মামুন উর রশীদ (তানিম) ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জুয়েল সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।  মঙ্গলবার (১লা জানুয়ারী) বিকেলে চাষাড়া রাইফেল ক্লাবে উপস্থিত হয়ে এমপি শামীম ওসমানকে এই শুভেচ্ছা জানান তারা।

শুভেচ্ছা বিনিময় শেষে সংগঠনটির সভাপতি মামুন উর রশীদ (তানিম) বলেন, জননেতা আলহাজ্ব একেএম শামীম ওসমান নারায়ণগঞ্জ আওয়ামী লীগের আশ্রয়স্থল, তার বিকল্প তিনি নিজেই। দেশের স্বার্থে, যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তিনি নানা ধরনের অপপ্রচারের শিকার হয়েছেন। যুদ্ধাপরাধীদের বিচারের দাবি এবং তাদের নারায়ণগঞ্জে পবিত্র মাটিতে নিষিদ্ধ করার কারণে তাকে  হত্যার চেষ্টাও করা হয়েছে। কিন্তু সাধারন মানুষের দোয়ায় তিনি প্রাণে বেঁচে গেছেন। তাকে নিয়ে এখনো ষড়যন্ত্র থেমে নেই। তবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে তিনি জনগনের ভোটে আবারো এমপি নির্বাচিত হয়েছেন। তার এমন ঐতিহাসিক বিজয়ই প্রমান করে জনগন এমপি শামীম ওসমানকে কতটা ভালোবাসে।

সাংসদ শামীম ওসমানকে রাজনীতির আইকন উল্লেখ করে তানিম আরো বলেন, সাংসদ শামীম ওসমানকে দেশের বিভিন্ন পর্যায়ের রাজনীতিকরা রাজনীতির আইকন হিসেবে চেনেন এবং জানেন। তিনি নারায়ণগঞ্জ-৪ আসনে এতো পরিমান উন্নয়ন করেছেন যার কারণে নারায়ণগঞ্জবাসী তাকে আধুনিক নারায়ণগঞ্জের রূপকার বলে জানেন। একজন রাজনৈতিক নেতা হিসেবে শামীম ওসমান যেমন সফল এবং সু-পরিচিত তেমনি উন্নয়নের ক্ষেত্রেও অদ্বিতীয়। বিগত ৯৬-২০০১ সালে নারায়ণগঞ্জ-৪ আসনে ২৬শ কোটি টাকার উন্নয়ন করে যে রেকর্ড গড়ে ছিলেন পরবর্তী সময়েও এমপি হয়ে তিনি সে ধারা অব্যাহত রেখেছেন। যার ফলে জনগন উন্নয়নের সেই অগ্রযাত্রাকে আরো এগিয়ে নিতে এবং অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে শামীম ওসমানকে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। আমাদের নারায়ণগঞ্জবাসীর এখন প্রাণের দাবী, আমরা আমাদের জননেতা শামীম ওসমানকে এবার মন্ত্রী হিসেবে পেতে চাই। আর আমরা এটার  জন্য প্রথম দাবি জানিয়েছি। যার বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানাবো এবং আমরা দাবী আদায়ে জোরালো কর্মসূচী পালন করে যাবো।

এসময়, তানিম প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শামীম ওসমানের দীর্ঘায়ু কামনা করেন। পরে, নারায়ণগঞ্জ যুবলীগের অন্যতম নেতা মো. এহসানুল হাসান নিপু ও মামুন আহমেদ ইমনকে ফুল দিয়ে অভিনন্দন জানায় আওয়ামী প্রচারলীগ, নারায়ণগঞ্জ মহানগর শাখার নেতৃবৃন্দ।

add-content

আরও খবর

পঠিত