নাসিম ওসমা‌নের মৃত‌্যুবার্ষিকীত‌ে ৩০০জন‌কে অ‌লিদ, স‌নেট, ম‌নি‌রের ইফতার বিতরণ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমানের ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সাংসদ পুত্র আজমীর ওসমানের পক্ষে অ‌লিদ, স‌নেট, ম‌নি‌রের ইফতার বিতরণ করা হয়। ৩০ই এপ্রিল শুক্রবার বিকালে খানপুরে ৩শত মানুষদের মাঝে এ ইফতার বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সোহাগ, মিঠু, সানি, রাজিব, আশিক সহ আরো অনেকে।

add-content

আরও খবর

পঠিত