নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নাসিম ওসমান স্মৃতি দুস্থ্য ও জনকল্যাণ ফাউন্ডেশন এর পক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩১ মে) বিকেলে তল্লা এলাকায় প্রায় দুই শতাধীক গরীব ও অসহায়দের মাঝে এ ঈদ সামগ্রীর প্যাকেট প্রদান করা হয়। প্রতি প্যাকেটে রয়েছে দুধ, চিনি, সেমাই, পোলাউ চাউল।
এ প্রসঙ্গে নাসিম ওসমান স্মৃতি দুস্থ্য ও জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি তরিকুল ইসলাম লিমন জানান, প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমান তনয় আজমেরী ওসমানের নির্দেশে প্রতিবছর আমরা গরীব অসহায়দের জন্য কিছু করে থাকি। অসহায় মানুষদের মুখে হাসি ফুটানোই উনার একমাত্র লক্ষ্য। উনি তার পিতা ও সকলের জন্য দোয়া চেয়েছেন।
মো. মাসুদ রানার পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, মো. রফিক, মো. তাহের আলী, মো. ওয়াজদ, মো. শাহিন, মো. মফিজুল ইসলাম, মো. নুরু, রানা, ইমন, রুবেল, মাইদুল, সোহেল, মুঞ্জু, মুন্নু, আনোয়ার হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিরা।