নাসিম ওসমান মেমোরিয়াল ক্রিকেট একাডেমীর বর্ণাঢ্য র‌্যালী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি এ স্লোগানকে সামনে রেখে নাসিম ওসমান মেমোরিয়াল ক্রিকেট একাডেমীর উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। পহেলা ডিসেম্বর শনিবার বিকাল সাড়ে ৪ টায় প্রস্তাবিত একেএম সামসুজ্জোহা স্টেডিয়াম থেকে র‌্যালীটি বের করা হয়। পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে  চাষাড়া গোল চত্বর হয়ে মাসদাইর কবরস্থানে এসে র‌্যালীটি সমাপ্তি ঘটে। এসময় উপস্থিত ছিলেন প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের নাতী ও একাডেমীর সভাপতি আজমেরী ওসমান তনয় আরহাম ওসমান আলীফ। একাডেমীর সাধারন সম্পাদক তরিকুল ইসলাম লিমন।Add Midea Photo-01

র‌্যালীর শেষে নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমান ও তার পরিবারের সকল মৃত ব্যাক্তিদের জন্য রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এছাড়াও ওসমান পরিবারের জন্য সুস্থ্যতাও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়েছে।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে নাসিম ওসমান মেমোরিয়াল ক্রিকেট একাডেমীর সাধারন সম্পাদক তরিকুল ইসলাম লিমন বলেন, সমাজকে মাদক মুক্ত রাখতে আলহাজ্ব আজমেরী ওসামন সাহেবের এ প্রয়াস। তিনি চান যুব সমাজ যেন মাদক থেকে দূরে থাকে। খেলাধুলার মাধ্যমে যেন যুবকরা কঠোর পরিশ্রম করে ভবিষ্যতে ভালো খেলোয়াড় হয়ে দেশের সুনাম বয়ে আনতে পারে, এটাই কামনা।

এর আগে নাসিম ওসমান মেমোরিয়াল ক্রিকেট একাডেমী ও রেইনবো এসি দলের সকল খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাসিম ওসমান মেমোরিয়াল ক্রিকেট একাডেমীর সাধারন সম্পাদক তরিকুল ইসলাম লিমন।

এছাড়াও উপস্থিত ছিলেন, নাসিম ওসমান মেমোরিয়াল ক্রিকেট একাডেমীর ক্রিকেট কোচ এনামুল হক খোকা, সহকারী কোচ তানিম, রেইনবো এসি ক্লাব এর সহাকরী কোচ আলমগীর কবীর হিরু, জাতীয় পার্টির নেত্রী শারমিন ইসলাম ও প্রমুখ।

প্রসঙ্গত, নাসিম ওসমান মেমোরিয়াল ক্রিকেট একাডেমীর সভাপতি নারায়ণগঞ্জ-৫ আসনের চার চার বারের নির্বাচিত সংসদ সদস্য নাসিম ওসমানের তনয় আজমেরী ওসমান, সাধারন সম্পাদক তরিকুল ইসলাম লিমন ও উপদেষ্টা ইফতেখাইরুল ইসলাম।

add-content

আরও খবর

পঠিত