নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ-৫ আসনের চারবারের নির্বাচিত প্রয়াত সাংসদ বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এ.কে.এম নাসিম ওসমানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগরীর দেওভোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ মে) সকালে জাতীয় ছাত্রসমাজ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে এ দেওভোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ মাহফিলে গরীব দু:স্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রয়াত জননেতা নাসিম ওসমানের সহধর্মীনি পারভীন ওসমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাসিক ১৬নং ওয়ার্ড কাউন্সিলর, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর পরিচালক শেখ নাজমুল আলম সজল।
দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আবেগাপ্লুত কন্ঠে নাসিম ওসমান পত্নী পারভীন ওসমান বলেন, নাসিম ওসমান ছিলেন আমার জীবনের অহংকার, আমার অলংকার, আমার জীবনের সবকিছু। তিনি চলে যাওয়ার ৫টি বছর আমি পাড় করেছি, তারপরেও আমার মন চায়না কোথাও যেতে। এই বাচ্চাগুলো আমাকে আম্মা বলে ডাকে। তাই শুধুমাত্র তাদের ডাকে আমি এখানে এসেছি। আমি জানি শুধু ৫ বছর না এমন বহু বছর যতদিন তোমরা বেঁচে থাকবে তোমাদের প্রিয় নেতার স্মরনে দোয়ার আয়েজন করবে। তাই আমি তোমাদের অন্তরের অন্ত:স্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি।
তিনি আরো বলেন, রাজনীতি অনেকেই করে। কিন্তু জনগনের স্বার্থে রাজনীতি, ত্যাগের রাজনীতি সবাই করেনা নিজের স্বার্থের জন্য করে। ত্যাগ স্বীকার করে এমন রাজনীতিবিদ খুব কম আছে। তার মধ্যে একজন ছিলেন নাসিম ওসমান। আমি আমার স্বামী দেখে বলছিনা। এখানে অনেক প্রবীন ব্যাক্তিরা রয়েছেন। তারা জানেন নাসিম ওসমান নিজের জবীনকে বিসর্জন দিয়েছেন জনগনের কল্যানে কাজ করে। উনি কখনো নিজে সুখ শান্তি ভোগ করেন নাই। উনি চিন্তা করেছেন নারায়ণগঞ্জবাসীর জন্য, বন্দরবাসীর জন্য।
অনুষ্ঠানে কাউন্সিলর নাজমুল আলম সজল বলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের চারবারের নির্বাচিত সাংসদ প্রয়াত জননেতা বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান ছিলেন জনগনের সত্যিকারের নেতা। তিনি ছিলেন শ্রমিকবান্ধব, মালিক বান্ধব এবং কর্মীবান্ধব নেতা। এরকম সর্বস্তরের নেতা আমি বাংলাদেশের কোথাও দেখিনি। তার কাছে ধনী-গরীব সবাই ছিলো সমান। ওনার তাছে সমস্ত কর্মীরাই এক ছিলো। একেবারে সাধারন বেশভুষায় লুঙ্গি পড়া অবস্থায় এমন অনেক কর্মীকে আমি নাসিম ভাইয়ের গাড়িতে চড়তে দেখেছি। নারায়ণগঞ্জের আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টির নেতাকর্মীরা আমরা সবাই একটি জায়গায় যেয়ে ঐক্যবদ্ধ ছিলাম। আর সে জায়গাটি ছিলো প্রয়াত আলহাজ্ব এ.কে.এম নাসিম ওসমান। তিনি দলমত নির্বিশেষে আমাদেরকে তিনি যে ভালোবাসা দিয়েছেন সে ঋন আমরা কোনদিন শোধ করতে পারবোনা। তাই এমন একজন নেতার মৃত্যুবার্ষিকীর দোয়া অনুষ্ঠান আয়োজন করায় আমি আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি।
মেহেদী হাসান তুহিন রিয়াদ হোসেন দোলনের সার্বিক আয়োজনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগরের আহ্বায়ক এবং জেলা বাস মিনিবাস শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং- ৩৮১) সভাপতি মো. আবু তাহের, জাতীয় ছাত্র সমাজ নারায়ণগঞ্জ জেলার সভাপতি শাহাদাৎ হোসেন রুপু, মহানগরের সভাপতি শাহ আলম সবুজ। এছাড়াও উপস্থিত ছিলেন, মহানগর যুবলীগ নেতা কায়কোবাদ রুবেল, সাবেক জেলা ছাত্রলীগ নেতা ইব্রাহিম মোহাম্মদ, মেনির হোসেন, রাকিব হাসান রাজু সহ শরীফ হোসেন রয়েল, মো. নুরুজ্জামান, মো. শহীদ, মো. সোলায়মান প্রমুখ।