নাসিম ওসমানের সমাধিতে ট্যাক্সি ও মাইক্রোবাস মালিক এবং শ্রমিক কমিটির শ্রদ্ধা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : প্রয়াত সাংসদ নাসিম ওসমানের ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ট্যাক্সি ও মাইক্রোবাস মালিক এবং শ্রমিক কমিটির যৌথ উদ্যোগে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। ৩০ই এপ্রিল শুক্রবার চাঁনমারীস্থ সংগঠনটির কার্যালয়ে এ দোয়ার আয়োজন করা হয়।

এরআগে নাসিম ওসমানের সমাধিতে নারায়ণগঞ্জ জেলা ট্যাক্সি ও মাইক্রোবাস মালিক এবং শ্রমিক কমিটি ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর এক এক করে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীদের শ্রদ্ধা নিবেদনে ঢল নামে। এছাড়াও  দিনব্যাপী কোরআন তেলোয়াত ও প্রয়াত নাসিম ওসমানের জন্য বিভন্নস্থানে বিশেষ দোয়া করেছেন আজমেরী ওসমান সর্মথকরা।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ট্যাক্সি ও মাইক্রোবাস মালিক কমিটির সভাপতি মো.আমির হোসেন ডালিম, জেলা ট্যাক্সি ও মাইক্রোবাস শ্রমিক কমিটির সভাপতি জামাল হোসেন, সাধারণ সম্পাদক নাসির হোসেন, কার্যকরি সভাপতি নূর মোহাম্মদ, সহ সভাপতি মো. আবুল হোসেন, রফিকুল ইসলাম, দ্বীণ ইসলাম খোকা, দ্বীণ ইসলাম দীলা, সাধারণ সম্পাদক আবুল হাসেম রিংকু, যুগ্ম সম্পাদক মো. শামসুজ্জামান রকি, সহ সম্পাদক গোলাম সারোয়ার, মো. মনির হোসেন, আলী আক্কাছ, মো. শাহজাহান, সাংগঠনিক সম্পাদক একে ইমন, সহ সাংগঠনিক সম্পাদক শোখ জানে আলম হিরো, কোষাধ্যক্ষ মো. ওমর ফারুক, সহ কোষাধ্যক্ষ মারুফ হোসেন, দপ্তর জাহাঙ্গির প্রধান, প্রচার সম্পাদক মো. নুরুল আমিন, সমাজ কল্যান সম্পাদক মো. আল আমিন।

এছাড়াও ছিলেন, কার্যকরি সভাপতি মুকুল মিয়া, সহ-সভাপতি মো. ফজলুল হক বদু, সহ-সভাপতি আলমগীর, সহ-সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক বাবুল সহ নারায়ণগঞ্জ  জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আবু তাহের, সাধারণ সম্পাদক মোস্তফা ভান্ডারী, কোষাধ্যক্ষ মো. মোস্তফা মিয়া, দূরপাল্লা পরিবহণ ও কোচ শ্রমিক ইউনিয়ন এর সভাপতি সাইদুর রহমান সেন্টু, যুগ্ম সম্পাদক অমিতাব সরকার, প্রচার সম্পাদক নয়ন, সমাজ কল্যান সম্পাদক সবুজ, সমাজ কল্যান বিষয়ক যুগ্ম সম্পাদক এসহাক সহ অন্যান্যরা।

add-content

আরও খবর

পঠিত