নাসিম ওসমানের কবর জিয়ারত করে পরিবহন শ্রমিক উপ-কমিটির যাত্রা শুরু

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপের্টার ) : নারায়ণগঞ্জ-৫ আসনে চারবারের নির্বাচিত প্রয়াত সাংসদ নাসিম ওসমানের কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু  করল নারায়ণগঞ্জ জেলা দূরপাল্লা বাস ও কোচ পরিবহন শ্রমিক উপ-কমিটি। বুধবার (২৩ জানুয়ারি) বিকালে নগরীর মাসদাইর পৌর কবরস্থানে জিয়ারত শেষে মিলাদ ও দোয়া করা হয়। নারায়ণগঞ্জ জেলা দুরপাল্লা বাস ও কোচ পরিবহন শ্রমিক উপ কমিটির প্রধাণ উপদেষ্টা হলেন প্রয়াত সাংসদ নাসিম ওসম ওসমানের পুত্র আজমেরী ওসমান।

এসময় উপস্থিত ছিলেন, নাসিম ওসমান স্মৃতি দু:স্থ জনকল্যান ফাউন্ডেশনের সভাপতি তরিকুল ইসলাম লিমন, মো. তাহের, মো. মোস্তফা, সেন্টু, কবির, রবিন, লিয়ন, অমিতাভ, শিবু, মাসুদ, নয়ন, দেলোয়ার, সবুজ, মনির, রনি, জামাল, ইসহাক প্রমূখ।

add-content

আরও খবর

পঠিত