নাসিক ১৬নং ওয়ার্ডে অগ্নি-প্রতিরোধ ও ভূমিকম্পে প্রস্তুতির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নাসিক ১৬ নং ওয়ার্ডে অগ্নি-প্রতিরোধ ও ভূমিকম্প প্রস্তুতি বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় নগর স্বাস্থ্য কেন্দ্র-৩ সংলগ্নে এ  আয়োজন করা হয়। এসময় প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়ার্ড কাউন্সিলর ও বাংলাদেশ হোসিয়ারি এসোসিয়েশনের সভাপতি মো. নাজমুল আলম সজল।

ওরিয়েন্টেশন  অনুষ্ঠানে জনসচেতনা বৃদ্ধি করতে সকলের সামনে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশন দেখানো হয়। এছাড়াও উপস্থাপন করা হয় অগ্নিকান্ডে করনীয় ও অগ্নিদগ্ধ দুর্ঘটনায় দ্রুত হতাহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা ও হাসপাতালে পাঠানোর উপায়। প্রতিটি প্রতিষ্ঠিানে নিরাপদ রাখতে আমাদের কি করণীয়। এছাড়াও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ এবং ভূমিকম্প থেকে উদ্ধারসহ উপস্থিতিদের বিভিন্ন কর্মকান্ড প্রদর্শন করা হয়।

এছাড়াও উপস্থিত ছিলেন, মহনগর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক কবির হোসেন, ঢাকা অঞ্চলের ফায়ার সার্ভিসের এসিস্টেন্ট অফিসার খন্দকার জলিল, নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী আব্দল্লাহ আল আবেদীন, সেভ দ্যা চিলড্রেন এর কর্মকর্তা রণজিৎ দাস, সিপিডি প্রকল্প সমন্বয়কারী মো. ফজলুল হক, সহ প্রকল্প সমন্বয়কারী কাজী এনামুল সহ বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন এর সদস্যবৃন্দ।

add-content

আরও খবর

পঠিত