নাশকতা মামলায় কাউন্সিলর খোরশেদের জামিন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সদর মডেল থানায় দায়েরকৃত পুলিশ বাদী ভাংচুর ও সরকারী কাজে বাধা দানের মামলায় মহানগর যুবদলের সভাপতি এবং ১৩নং ওয়ার্ড কাউন্সিলল মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ও সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন মন্টি ৬ সপ্তাহের জামিন পেয়েছেন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিচারপতি মো. রইস উদ্দিন ও বিচারপতি শশাংক শেখর সরকারের দ্বৈত বেঞ্চ এ জামিন প্রদান করেন। হাইকোর্টে বিবাদী পক্ষে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার মা-র-ইয়াম খন্দকার।

জামিন পরবর্তী প্রতিক্রিয়ায় যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, মিথ্যা মামলায় বিএনপি নেতাকর্মীদের হয়রানি করা এখন সরকারের অভ্যাসে পরিণত হয়েছে।

add-content

আরও খবর

পঠিত