নারায়ণগ‌ঞ্জ পূজা উদযাপন প‌রিষ‌দের মৌন শোক অবস্থান

 নারায়ণগঞ্জ বার্তা ২৪ : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির রায় কার্যকর করার দাবীতে মৌন শোক অবস্থান কর্মসূচি ও মৌন মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ। ১৪ আগস্ট শুক্রবার সকাল সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মৌন অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত মৌন অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাশ, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক সাংবাদিক উত্তম সাহা, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ কুমার দাস, সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা, ফতুল্লা থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি রঞ্জিত মন্ডল, বন্দর পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর দাস, সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, যুগ্ম সম্পাদক ভোলা নাথ সাহা, সাংগঠনিক সম্পাদক রিপন দাস, সিদ্ধিরগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি শিশির ঘোষ অমর, সাধারণ সম্পাদক খোকন বর্মন, সহ-সভাপতি দুলাল রায়, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পাল, সাধারন সম্পাদক নিমাই চন্দ্র দে, জেলা পূজা পরিষদ নেতা তপন গোপ সাধু, সুজন বিশ্বাস, জেলা যুব ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ভজন দাস, সদর উপজেলার সভাপতি শুভ মন্ডল প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত