নারায়ণগ‌ঞ্জে আনন্দঘন প‌রি‌বে‌শে বড়‌দিন উদযাপন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও আনন্দঘণ পরিবেশের মধ্য দিয়ে পালিত হল খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন। এ উপলক্ষ্যে বুধবার সকাল থেকেই বঙ্গবন্ধু সড়কের সাধু পৌলের গির্জা ও সিরাজউদ্দৌলা সড়কের ব্যাপ্টিস্ট চার্চে প্রার্থণায় অংশ নিতে ভক্তদের ভিড় দেখা গেছে।

এদিকে এ উৎসব ভাগাভাগি করে নিতে কেক কাটা অনুষ্ঠানে সকালের দিকে অংশ নেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন। এছাড়াও সার্বিক নিরাপত্তা নিশ্চিত সহ দুপুরে বিভিন্ন গির্জা পরিদর্শণ করে সকলের সাথে কুশল বিনিময় করেছেন জেলার পুলিশ সুপার মনিরুল ইসলাম। এসময় তিনিও ছোট বাচ্চাদের মুখে কেক তুলে দিয়ে বড়দিনের উৎসব পালন করেন।

গির্জা পরিদর্শণ শেষে জেলা ভারপ্রাপ্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম বক্তব্যে বলেন, ধর্ম যার যার উৎসব সবার। আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে সকল ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করবে। আমাদের দেশে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। কারো বেশি বা কারো কম নয়, সবাই সমান। আজকের এই বড়দিনে আমাদের মনটাও বড় করতে হবে। আজ এখানে শুধু খ্রীস্টান ধর্মের মানুষই আসেননি, হিন্দু-মুসলিম সব ধর্মের মানুষই উপস্থিত আছেন। এটাই আমাদের বাংলাদেশের সৌন্দর্য।

নিরাপত্তার বিষয়ে এসপি বলেন, এখানে বড়দিন উপলক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। আমরা পর্যাপ্ত পুলিশের ফোর্স মোতায়েন করেছি। সাদা পোশাকেও টহল রয়েছে। নিরাপত্তার কোনো ঘাটতি নেই।

এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার সুবাস চন্দ্র সাহা, নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান, ইন্সপেক্টর আব্দুল হাই, ইন্সপেক্টর শাফিউল আজম খান সহ জেলা পুলিশের কর্মকর্তারা।

add-content

আরও খবর

পঠিত