নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি একেএম সেলিম ওসমান বলেছেন, আতঙ্ক না হাসতে চাই, রাস্তাঘাট বন্ধ চাই না৷ আবার কোন ব্যবসায়ীকে যদি কোন রকমের ক্ষতিগ্রস্থ করা হয়, তাহলে নারায়ণগঞ্জ স্তব্ধ হয়ে যাবে৷ আমি সাদা পতাকা দিয়ে নারায়ণগঞ্জে হরতাল মুক্ত করেছি৷ প্রয়োজনে আবার আমি লাল পতাকা হাতে ওঠাবো৷ তবুও আমার মা বোন নিশ্চিন্তে রাস্তায় চলতে হবে৷ আমার ব্যবসায়ীরা নিশ্চিন্তে ব্যবসা করতে হবে৷ রবিবার (৭ এপ্রিল) সন্ধ্যায় চাষাড়ায় অবস্থিত রাইফেলস ক্লাবে স্নান উৎসব উপলক্ষে আয়োজিত এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷
তিনি আরো বলেন, প্রশাসনের কাজ কিন্তু রাজনীতি না৷ আপনারা আপনাদের দায়িত্ব জানেন৷ আমি বিনীত অনুরোধ রাখলাম পুলিশ সুপারের কাছে৷ অনুরোধ রাখলাম ডিসি সাহেবের প্রতি৷ আইন আইনের ধারায় চলবে৷ আসেন বসি, অন্তত নারায়ণগঞ্জের মানুষকে শান্তি দেই৷
এ সময় আরও উপস্থিত ছিলেন, এফবিসিসিআইয়ের পরিচালক প্রবীর কুমার সাহা, স্নান উৎসব উদযাপন পরিষদের সভাপতি সরোজ কুমার সাহা, জেলা জাতীয় পার্টির সভাপতি আবুল জাহের প্রমুখ৷