নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : সাংবাদিকদের প্রিয় সংগঠন নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব এর ১ম আনুষ্ঠানিক নির্বাচন-২০২০ এর নির্বাচন পরিচালনার জন্য কমিশন গঠন করা হয়েছে। সিনিয়র সাংবাদিক এজাজ কোরেশীকে প্রধান করে সাত সদস্যের কমিটি গঠন করা হয়। ২৯ জুন সোমবার দুপুরে সংগঠনটির চাষাঢ়াস্থ অস্থায়ী কার্যালয়ে নির্বাচন পরিচালনা পরিষদ কমিটি সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়।
নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরা হলেন, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীন সাংবাদিক সৈয়দ লুৎফর রহমান, আর টিভির সাবেক স্টাফ ও এন.এ.এন টিভির সিইও গিয়াস উদ্দিন মন্টু, চ্যানেল নিউজ ২৪ ও দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি দিলীপ কুমার মন্ডল, হাজী আবদুল মালেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল গনী, সুশিল সমাজ প্রতিনিধি মো. বদরুল হক ও বিশিষ্ট রাজনীতিবিদ ও কলামিস্ট আবু হাসান টিপু ।
নির্বাচন পরিচালনা পরিষদ উপ কমিটির আহবায়ক ও জাতীয় দৈনিক আমার বার্তার জেলা প্রতিনিধি নুরুজ্জামান কাউসারের সভাপতিত্বে গৃহিত সিদ্ধান্তে সম্মতি জানান কমিটির সদস্য সচিব ও বাংলা টিভির জেলা প্রতিনিধি হাসান মজুমদার বাবলু, ভোরের সমাচার এর সহ সম্পাদক জাহেরুল ইসলাম মোল্লা সাগর।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব এর সভাপতি ও এন.এ.এন টিভির নিউজ কো-অর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ টিটু, সংগঠনের সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক আমার সময় এর জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম আরজু, সংগঠনের সহ-সভাপতি ও অগ্রবানি প্রতিদিন পত্রিকার সহ-সম্পাদক উত্তম সাহা, যুগ্ন সম্পাদক ও এশিয়ান টিভির হাবিবুর রহমান হাবিব, অর্থ সম্পাদক ও আনন্দ টিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি এবং নারায়ণগঞ্জ বার্তা ২৪ এর প্রকাশক ও সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকন, সদস্য ও মাই টিভির প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন।