নারায়ণগঞ্জ বার্তা ২৪ : পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জে জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ জুন) শহরের জামতলাস্থ হীরা ড্রাগন পেলেসে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইফতার অনুষ্ঠানে এসোসিয়েশনের জেলা কমিটির সভাপতি মাহমুদ হাসান কচির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনামুল হক সিদ্দিকীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সভাপতি গোলাম মোস্তাফা, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, কার্যনিবার্হী সদস্য মিলন, উপদেষ্টা সাজ্জাত নয়ন, জেলা পুলিশের ডিআই-২ সাজ্জাত হোসেন, লুৎফা টাওয়ারের মালিক সমাজ সেবক লুৎফর রহমান সুমন, ইউনিাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওর্য়াকার্স জেলা কমিটির সাধারন সম্পাদক কবির হোসেন রাজু।
আরো উপস্থিত ছিলেন, এসোসিয়েশনের জেলা কমিটির সাবেক দুই সভাপতি তাপশ সাহা ও হাজী হাবিবুর রহমান শ্যামল, সহ-সভাপতি শহীধুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক তানভির আহম্মেদ রনি, কোষাধ্যক্ষ কাইয়ুম খান, প্রচার সম্পাদক বিশাল আহম্মেদ, ক্রীড়া সম্পাদক হাসান উল রাজিব, কার্যনিবার্হী সদস্য ও সাবেক সহ সভাপতি পাপ্পু ভট্টাচার্য্য, কে এইচ মিলন, কাজী আলমাছ, আরিফুর রহমান, সদস্য এম এইচ নয়ন, আমির হোসেন, সোহেল রানা, মনিরুল ইসলাম সবুজ, শহিদ হোসেন ও মেহেদী হাসান সজিব।