নারায়ণগঞ্জ ডিসি মোস্তাইন বিল্লাহর মানবিক দৃষ্টান্ত স্থাপন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : রমজানের শুরু থেকে লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় ছিন্নমূল মানুষের মাঝে প্রতিদিন মাঝ রাতে সাহরী নিয়ে হাজির হয়ে এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। যা ইতোমধ্যে সকল মহলে ব্যাপকভাবে প্রশংশিত হয়েছে। রাস্তায় যাদের বসবাস সেই তারা হয়তো জানে না কাল কিভাবে সাহরী খাবে কিংবা আদৌ খেতে পারবে কিনা, তেমনই অসহায় মানুষগুলোর পাশে পরম মমতায় দাড়িয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।

তবে জেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা জানান, সুযোগ্য জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর উদার মানুষিকতার কারণে এ কাজটি সম্ভব হয়েছে। এজন্য ছিন্নমূল মানুষগুলো স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রাণ ভরে দোয়া করছেন।

সূত্র মতে, প্রথম রমজান থেকে ২রা মে রবিবার পর্যন্ত সদর থানাধীন নারায়ণগঞ্জ রেল স্টেশন, চাষাড়া রেল স্টেশন, নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল, বঙ্গবন্ধু সড়ক, ফতুল্লার শিবু মার্কেট, পঞ্চবটী, ফতুল্লা রেল স্টেশন, সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি, হাজীগঞ্জ, জালকুড়ি ও চৌধুরীপাড়া সহ বিভিন্ন এলাকায় প্রতিদিন ২০০ জন অসহায় ভাসমান মানুষের মাঝে সাহরী তুলে দেয়া হয়েছে।

add-content

আরও খবর

পঠিত