নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে ফুটপাতে বসার দাবিতে জেলা প্রশাসকের কার্যলয় প্রাঙ্গনে ঘেরাও করেছে হকাররা৷ বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা ১১টায় চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শেষে ডিসি অফিস অভিমুখে রওয়ানা হয় হকাররা৷ পূর্ব কর্মসূচি অনুযায়ী হকার্স সংগ্রাম পরিষদের ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেছে নারায়ণগঞ্জের হকাররা৷ ফুটপাতে বসার দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেবে তারা৷
আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন মহানগর হকার্সলীগের সভাপতি রহিম মুন্সি ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ৷ সংহতি জানিয়ে উপস্থিত আছেন সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজী সিকান্দার হায়াৎ, জেলা ট্রেড ইউনিয়নের সভাপতি আব্দুল হাই শরীফ, সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি এমএ শাহীন।