নারায়ণগঞ্জ জেলা কারাগারে হচ্ছে না ঈদ জামাত, থাকছে বিশেষ খাবার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা কারাগারে এবার কারোনাকালীন সরকারি নির্দেশনা অনুযায়ী কোনো ঈদ জামাত অনুষ্ঠিত হবে না। তবে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে নামাজ হবে। এসকল তথ্য জানান নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মাহবুবুল আলম।

জানা যায়, এবার কারাগারে বন্দি সংখ্যা ১৩ হাজার ৮২ জন। করোনাকালীন বর্তমানে সময়ে বন্ধ রয়েছে বন্দি সাক্ষাৎ। স্বাভাবিক সময়ে ঈদের দিনে পরিবারের রান্না করা খাবার বন্দিদের দেওয়া হলেও এবার তা হচ্ছে না। তবে কারাগারে থাকা ফোনের মাধ্যমে পরিবারের সদস্যদের সঙ্গে বন্দিরা ঈদ শুভেচ্ছা বিনিময় করতে পারবেন। ঈদ উপলক্ষে করোনার কারণে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে না।

জেল সুপার মাহবুবুল আলম জানান, কারাবন্দিদের ঈদ উপলক্ষে বিশেষ খাবার পরিবেশন করবো আমরা। তাদের সকালে পায়েস, মুড়ি, দুপুরে পোলাও, গরুর মাংস, খাসির মাংস, ডিম, মিষ্টি, পানীয়, সালাদ, পান, সুপারি ও বিকেলে ভাত, আলুর দম ও মাছ দেওয়া হবে। ইতোমধ্যে করোনার কারণে কারাগারে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত