নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের কার্যনির্বাহী কমিটির ২০১৯ সালের বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। মোট ১২৩৭ জন বোটারের মধ্যে ৯৩৭ জন ভোট দিয়েছেন। এখন চলছে ভোট গণনা। শনিবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টায় নগরীর বঙ্গবন্ধু সড়কে অবস্থিত নারায়ণগঞ্জ ক্লাব প্রাঙ্গণে শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪টায়।
নির্বাচনে ভোট দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি এ.কে.এম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি এ.কে.এম মীম ওসমান, নারায়ণগঞ্জ-১ আসনের এমপি গোলাম দস্তগীর গাজী, সাবেক এমপি এস এম আকরাম, সংরক্ষিত আসনের নারী এমপি হোসেনে আরা বাবলি, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তৈমূর আলম খন্দকার, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মাসুমসহ জেরা গুরুত্তপূর্ণ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।
সভাপতি পদে নির্বাচনে করেছেন দুই বারের সাভেক সভাপতি এম সোলায়মান ও আবুল মনসুরের মধ্যে। সিনিয়র সহ সভাপতি পদে হারুন অর রশিদ, সহ সভাপতি পদে মাহবুবুর রহমান মারুফ বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য পদে ১১ জন প্রতিদ্বন্দ্বীতা করেছেন। তাদের মধ্যে ৮ জন ভোটারদের ভোটে নির্বাচিত হবেন। প্রার্থীরা হলেন, আব্দুল খালেক, হোসেন মনির, জাহাঙ্গীর আলম, খাজা এবায়দুল হক, কামাল উদ্দিন আহমেদ, কৌশিক সাহা, সুশান্ত কুমার তালুকদার, এসএম শাহীন, সাইদুল্লাহ হৃদয়, সালাহউদ্ধিন আহমেদ নান্নু।
নির্বাচনী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন মঞ্জুরুল হক, রাশেদ সারোয়ার, শফিকুল ইসলাম, হুমায়ন কবির খান মিল্কী ও হাবিবুর রহমান বাদল।