নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির ডিজিটাল বার ভবনে আনুষ্ঠানিক যাত্রা শুরু

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (স্টাফ রিপোর্টার) : নারায়ণগঞ্জে নব নির্মিত ডিজিটাল বার ভবন ব্যবহার উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে জেলা আদালত প্রাঙ্গনে আইনজীবী সমিতির উদ্যোগে এ আয়োজন করা হয়। এর মধ্য দিয়ে আইনজীবীদের দীর্ঘদিনের প্রাণের দাবীকৃত বার ভবনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। এসময় ভবনটি বিজ্ঞ আইনজীবীদের সাময়ীকভাবে ব্যবহার উপলক্ষে ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান।.

দোয়া মাহফিলের আগে এক আলোচনা সভায় আইনজীবী সমিতির সভাপতি মো. মোহসিন মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহুবুবুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন,  জেলা ও দায়রা জজ আনিসুর  রহমান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্র্যাট ফারহানা ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, আইনজীবী সমিতির সাবেক সভাপতি হাসান ফেরদৌস জুয়েল ।

এছাড়াও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি খালেদ হায়দার খান কাজল, বিকেএমই এর ভাইস প্রেসিডেন্ট সোহেল, সদস্য শাহাদাৎ হোসেন সাজনু, এহসানুল হক নিপু, পাবলিক প্রসিকিউটর এড. ওয়াজেদ আলী খোকন, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, সাবেক এমপি হোসনে আরা  বাবলী, জিপি মেরিনা বেগম, ভিপি আইনজীবী সৈয়দা ওয়াহীদা আহম্মেদ সহ অন্যান্যরা।

add-content

আরও খবর

পঠিত