নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদদাতা ) : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা, কেক কাটা, র্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে পালিত হলো আওয়ামী সেচ্ছাসেবক লীগের ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী। শনিবার (২৭ জুলাই) সকালে নগরীর ২নং রেলগেট এলাকায় জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকীর এই আয়োজন অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসেবকলীগের সভাপতি মো. জুয়েল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মহানগর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন দুলাল প্রধান, সহ-সভাপতি শিব্বির আহমেদ, মো. মানিক শেখ, আব্দুল কাইয়ূম পলাশ, মো. কামরুজ্জামান চঞ্চল, তানভীর আহমেদ সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কমল, মো. রফিকুল ইসলাম জয়, সাংগঠনিক সম্পাদক সঞ্চয় রহমান, রানা প্রধান, মাকসুদ হোসেইন রকি, দপ্তর সম্পাদক ইমরানুর রশিদ, প্রচার সম্পাদক মো. আলামিনসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভায় সংগঠনটির সভাপতি জুয়েল হোসেন ও সাধারণ সম্পাদক সাইফুদ্দিন দুলাল প্রধান রবিবার (২৮জুলাই) জনসভাকে সফল করার আহ্বান রেখে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।