নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সৈয়দ সিফাত আল রহমান লিংকন ) : নারায়ণগঞ্জে সাংবাদিকদের অগ্রনি ভূমিকায় শেষতক বন্ধ হয়েছে শহরের প্রাণকেন্দ্র চাষাড়ায় ব্লু পিয়ার নামক একটি মদের বার। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরের মদের বারটি বন্ধ করতে নোটিশ টানিয়ে দিয়ে গেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এরআগে চাষাড়স্থ প্যারাডাইজ ক্যাসেলের ৯ থেকে ১১ তলায় ব্লু পিয়ার রেস্টেুরেন্টে মদের বারের লাইসেন্স প্রদান করে মাদকদ্রব্য অধিদপ্তর। এক বছর মেয়াদী এই লাইসেন্স আগামী জুন মাস পর্যন্ত নির্ধারিত করা হয়।
এমন সংবাদ গণমাধ্যমকর্মীদের কাছে আসতেই বিভিন্ন অনলাইন সংবাদ সংস্থ্যা ও স্থানীয় পত্রিকায় লেখালেখি শুরু করে এক ঝাঁক অপ্রতিরুদ্ধ সাংবাদকর্মী। এমনকি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা মিটিংয়েও উপস্থাপন করেন সাংবাদিক নেতা। এরপর থেকেই শুরু হয় নানা অপচেষ্টার কর্মযজ্ঞ। সাংবাদিকদের কন্ঠরোধে ২৫ লক্ষ টাকার একটি লেনদেনেরও গুঞ্জন ছড়িয়ে পড়ে জেলাব্যপী। যে লেনদেনে শরিক করা হয় সরাসরি সংবাদের মাঠ থেকে দূরে থাকা কপি-পেস্ট এর কারিগর ও একসময়ের সাংবাদিকদের নেতৃস্থানীয় পদদারীদের! তবে তারা নাকি অনেকেই শীর্ষস্থানীয় গণমাধ্যমে কর্মরতও আছেন! শুধু তারাই জেলার অন্যতম সাংবাদিক! গাড়ি হাকিয়ে তাদের চলাফিরা। হয়েছেন অনেকে অর্থবিত্তশালীও। যাদের দাপটে আরো প্রথম শ্রেণীর গণমাধ্যমকর্মীসহ নিম্মজিত পেশাদার স্থানীয় শতাধিক সাংবাদিকরাও বিভক্তিতে। তবে নিম্মজিত ওইসকল পেশাদারদেরও নানাভাবে ম্যানেজের ব্যর্থ চেষ্টা চালালেও এতে সফলতা আসেনি ওই কুচক্রীদের। কারণ অন্যায়ের বিরুদ্ধে আপোষহীণ তাঁরা। চলতে থাকে ধারাবাহিক সংবাদ প্রকাশ। আর সাংবাদিকদের এই অগ্রনি ভূমিকায় সাড়া দেয় নারায়ণগঞ্জের সর্বস্তরের সচেতন মানুষ। রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, ইসলামী সংগঠন আলেম ওলামাদের পক্ষে শীর্ষস্থানে ছিল হেফাজত ইসলাম, ওলামা পরিষদ, ইসলামী আন্দোলন, খেলাফতে মজলিশ সহ বিভিন্ন সামাজিক সংগঠন।
একপর্যায়ে গত ২৯ জানুয়ারি বিকালে চাষাড়াস্থ ভাষা সৈনিক সড়কে বালুর মাঠ এলাকায় একটি সুপরিচিত নুর মসজিদের পাশে উল্লেখিত ভবনের ১০ তলায় ব্লু পিয়ার রেস্টুরেন্ট এর চিফ এক্সিকিউটিভ অফিসার গাজী মোক্তার হোসেনের সভাপতিত্বে রেস্টুরেন্টটি উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ব্লু পিয়ার রেস্টুরেন্ট এর জি.এম আবু জাফর ও তাদের পন্থী লোকজন। যেখানে আর কোন প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় কোন জণপ্রতিনিধিকে মঞ্চে দেখা যায়নি।
তবে উদ্বোধন অনুষ্ঠানে এ বিষয়ে জানতে চাইলে সিইও মোক্তার হোসেন জানায়, এটা নিয়ে আসলে একটা বিভ্রান্ত ছড়িয়েছে, এটা শুধুমাত্র আধুনিক রেস্টুরেন্ট। এছাড়াও প্রায় ৭০০ ফরেনার রয়েছে যাদের জন্য এসব রেস্টুরেন্ট খুবই জরুরী। নারায়ণগঞ্জের সকলের জন্য আমরা এটি করেছি। যা অত্যাধুনিক ব্যবস্থাপনায় গড়া। সাংবাদিকদের জন্য রয়েছে ৩০ পার্সেন্ট ছাড়।
ওইদিন সাংবাদিকদের মন গলিয়ে নজর এড়াতে মিলাদ ও দোয়া শেষে নেওয়াজ হিসেবে দেয়া হয়েছিল একটি করে প্যাকেট। যেখানে দেয়া হয় বিরিয়ানী, কোমল পানীয়। সর্বশেষ জোড় করে উপস্থিত প্রত্যেককে দেয়া হয় সম্মানী বা কনভেন্স ইত্যাদি। কিন্তু এড়াতে পারে নেই সাংবাদিকদের নজর। পরবর্তিতে ধরা পড়লে প্রচার হয়ে যায় মদের বার চালুর ছবি সহ সংবাদটি। যার সদস্য ফি ধরা হয়েছিল ৫০ হাজার টাকা! এদিকে গণমাধ্যমগুলোতে চলতেই থাকে ধারাবাহিক প্রতিবেদন।
সর্বশেষ গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বাদ জুমআ শহরের ডিআইটি মসজিদের সামনে ওলামা পরিষদের ব্যানারে আয়োজিত গণসমাবেশে দেয়া হয় শেষ হুংকার। ব্লু পিয়ার মদের বার বন্ধের দাবিতে সাতদিনের আল্টিমেটাম বেধেঁ দেন ওলামা পরষিদ নেতা ও ডিআইটি মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়াল সহ বাকি ইসলামীক সংগঠনগুলোর নেতারা। ওই আল্টিমেটাম বলা হয় আগামী শুক্রবার ব্লু পিয়ার বন্ধ করা না হলে ওই বিল্ডিং ভেঙ্গে তচনছ করে দেয়া হবে । আল্লাহ ও কোরআনের সম্মান রক্ষা করতে বুকের তাজা রক্ত দিতে পারি। আল্লাহপাক মদ হারাম করেছেন। হারামকে হালাল বানাইয়া বিক্রি করতে চায়, তাদের মুসলমানিত্ব থাকে না। আমরা আগামী শুক্রবার আবারো অবস্থান নিবো। বন্ধ না করে বাড়ি ফিরে যাবোনা। এগিয়ে আসার আহ্বান জানানো হয় সাংসদ শামীম ওসমান , সেলিম ওসমান ও মেয়র আইভীকেও ।
এরপর সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ১২ ফেব্রুয়ারি দুপুরে ঢাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিজি জামাল উদ্দিন বার পরিদর্শনে এসে বার বন্ধের নির্দেশ দিয়ে একটি নোটিশ টানিয়ে দিয়ে যান। তবে, এ ব্যাপারে নারায়ণগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক সামসুল আলমকে একাধিকবার কল করলেও তিনি তা রিসিভ করেননি। ফলে এ প্রসঙ্গে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। কিন্তু এ নির্দেশনায় কিছুটা আশা বেধেঁছে নারায়ণগঞ্জের সর্বস্তরের সচেতন মানুষ ও গণমাধ্যমকর্মীরা। যে আস্থ্যার পূর্ণ বাস্তবায়নের প্রত্যাশায়!