নারায়ণগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে পশুর খাদ্য পুড়ে ভস্মীভূত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে ভূষির ২টি পশু খাদ্যের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পশুর খাদ্য পুড়ে ভস্মীভূত হয়েছে। ২১ই মার্চ রবিবার রাত পৌনে ১২টায় মাছুয়া বাজার এলাকায় ওই অগ্নিকাণ্ডের খবর পেয়ে মন্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে গেছে বিপুল পরিমাণ মালামাল।

স্থানীয় সুত্র জানায়, রবিবার রাত পৌনে ১২ টার দিকে নারায়ণগঞ্জের বানিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত নিতাইগঞ্জের মাছুয়াবাজার এলাকায় রিপন ও মফিজের পশু খাদ্যের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে মানুষের মাঝে আতংক দেখা দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট ঘটনাস্থলে এসে এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

সু্ত্র জানায়, শীতলক্ষ্যা নদীর তীরবর্তী হওয়ার ফায়ার সার্ভিস সহজে আগুন নেভানোর পর্যাপ্ত পানি পেয়েছে। তা হলে আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভবনা ছিল।

আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে দুইটি গুদামে থাকা ভুট্টা, গম, খুদ, ভূষিসহ পোল্ট্রি ফিড পুরে গেছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমান জানা জায়নি।

এদিকে দেশের বৃহৎ পাইকারি পন্য ও আটা ময়দার বৃহৎ গোডাউন কেন্দ্র নিতাইগঞ্জ। অগ্নিকাণ্ডের খবরে ব্যবসায়িদের মধ্যেও আতংক দেখা দেয়।

নারায়ণগঞ্জ মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, রাত পৌনে ১২টায় নিতাইগঞ্জের মাছুয়া বাজার এলাকায় রিপন ও মফিজের পশু খাদ্যের দুটি গোডাউনে আগুন লাগে মুহূর্তের মধ্যেই দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরুপণ করা যায়নি। তদন্তের পর বলা যাবে।

add-content

আরও খবর

পঠিত