নারায়ণগঞ্জে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

নারায়ণগঞ্জ বার্তা ২৪  ( স্টাফ রিপোর্টার ) : বৈষম্য, অপবাদ ও কুসংস্কার কুষ্ঠ রোগের প্রতি না থাকুক আর এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জেও পালিত হল বিশ্ব কুষ্ঠ দিবস। এ উপলক্ষে রবিবার সকালে (২৭ জানুয়ারী) বিভিন্ন এনজিওদের অংশগ্রহনে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

জেলা সিভিল সার্জন ডা, এহসানুল এর নেতৃত্বে র‌্যালীতে উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা, এবিএম আরিফ হোসেন, ডা, মো. মেহেদী হাসান, ডা, আফরোজা আক্তার পলি ও ডা, শিল্পী আক্তার, ল্যাপরোসী ইন্টা: মিশনের মিল্কী হাজদা, ব্রাকের ব্যবস্থাপক মো. আশ্রাফুল ইসলাম, জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক স্বপন দেবনাথ, জেলা ইপিআই সুপারিয়েনটেনডেন্ট লুৎফর রহমান।

র‌্যালীর সার্বিক তত্বাবধানে ছিলেন, জেলা (কুষ্ঠ-যক্ষ্মা) প্রোগ্রাম অর্গানাইজার আলতাফ মোল্লা। র‌্যালীটি জেলা সিভিল সার্জন কার্যালয় চত্বর থেকে শুরু করে জেলা প্রশাসক কার্যালয় চত্বর প্রদক্ষিণ করে পুনরায় সিভিল সার্জন কার্যালয় চত্বরে এসে শেষ হয়।

add-content

আরও খবর

পঠিত