নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বিজয় র্যালি ও চাষাঢ়া বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে বিজয়ের ৪৮ বছর উদযাপন করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে জেলা প্রশাসন কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে র্যালিতে চাষাঢ়া বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পন করে।
এ সময় প্রথমেই ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন। এরপর একে একে ফুল দেয় জেলা পুলিশ, সিভিল সার্জন, নারায়ণগঞ্জ জেলা কারাগার, নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, এলজিইডি, লেডিস ক্লাব প্রমুখ।