নারায়ণগঞ্জে বিজিবির নতুন ব্যাটালিয়ন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : জালকুড়ি ভূইগড়ে প্রায় ২৪ একর জমির উপর গড়ে উঠবে নারায়ণগঞ্জে বডার র্গাড বাংলাদেশ (বিজিবি) এর একটি ব্যাটালিয়ান। এ লক্ষ্যে বিজিবির নতুন ব্যাটালিয়ন সদস্য নারায়ণগঞ্জে অবস্থান নিয়েছেন। এর আগে বৃহস্পতিবার গত ৮ নভেম্বর ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজিবি সদর দপ্তর পিলখানায় নবগঠিত রিজিয়ন সদর দপ্তর গাজীপুর বিজিবি ব্যাটেলিয়নের পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন করেন ।

এদিকে পহেলা ডিসেম্বর সরেজমিনে দেখা গেছে, ব্যাটালিয়ানকে প্রতিষ্ঠিত করতে ইতোমধ্যেই ইসদাইরস্থ শামসুজ্জোহা স্টেডিয়াম সংলগ্ন ক্রিড়া কমপ্লেক্স ও ফতুল্লাস্থ খান ওসমানী স্টেডিয়ামে তাদের কিছু সদস্য অবস্থান নিয়েছেন। বিজিবির নারায়ণগঞ্জ ব্যাটালিয়নে ৬২ বিজিবিকে দায়িত্ব দেয়া হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

এ ব্যাটালিয়নের নেতৃত্বে রয়েছেন লে. কর্নেল মেহেদী হাসান আল আমীন। উপ অধিনায়ক হিসেবে রয়েছেন মেজর খালেদ। নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের মোট সদস্য সংখ্যা ২২৯ জন। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রাব্বি মিয়া বিজিবির নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, কক্সবাজার জেলার মিয়ানমার সীমান্তের কাছে বিজিবির রামু সদর দপ্তরটি হবে এই বাহিনীর পঞ্চম আঞ্চলিক সদর দফতর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৭ সালের ২৬ জুলাই এই আঞ্চলিক সদরদপ্তর অনুমোদন করেন। কক্সবাজার ও বান্দরবান সেক্টরের সাতটি ব্যাটালিয়ন এই সদর দপ্তরের অধীনে ন্যস্ত থাকবে। বিজিবির নতুন ব্যাটালিয়ন দুইটি নারায়ণগঞ্জ ও গাজীপুরে মোতায়েন থাকবে।

add-content

আরও খবর

পঠিত