নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সৈয়দ রিফাত আল রহমান ) : নারায়ণগঞ্জের প্রবেশমুখ সাইনবোর্ড এবং শহরের প্রাণকেন্দ্র বলে পরিচিত চাষাড়ায় ফুটওভার ব্রীজ নির্মাণের দাবিতে নারায়ণগঞ্জ অর্গানাইজেশনস ইউনিটি ফোরাম এর উদ্যোগে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। ১১ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টায় চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়। এতে বিভিন্ন ব্যানারে প্রায় ১৫টি সংগঠন একাত্মতা প্রকাশ করে মানববন্ধনটিতে অংশ গ্রহণ করেন।মানববন্ধনে আয়োজকরা জানায়, অত্যন্ত ব্যস্ত ও জনবহুল সাইনবোর্ড ও চাষাড়ায় ফুটওভার ব্রীজ না থাকায় পথচারীরা ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছে। দীর্ঘদিন ধরে ফুটওভার ব্রীজ নির্মাণের দাবি জানালেও কেউ কর্ণপাতই করছে না। আমরা আশা করছি, আমাদের দীর্ঘ দিনের দাবি সরকার ও সংশ্লিষ্টরা উদ্যোগী হবেন।
এ সময় নারায়ণগঞ্জস্থান ফেসবুক গ্রুপ এর এডমিন এবং নারায়ণগঞ্জ অর্গানাইজেশনস ইউনিটি ফোরাম এর প্রধান উপদেষ্টা আরেফিন রওশন হৃদয় সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, নারায়ণগঞ্জবাসীর প্রাণের দাবি চাষাঢ়া এবং সাইনবোর্ডে ফুটওভার ব্রীজ। আশা করি নারায়ণগঞ্জের জনপ্রতিনিধিগণ ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা দাবিটি মেনে নিয়ে দ্রুত চাষাড়া ও সাইনবোর্ডে ফুটওভার ব্রীজ নির্মাণ করতে যথাযথ ব্যবস্থা নিবে। নারায়ণগঞ্জবাসীর নিরাপদে রাস্তা পারাপারের জন্য নারায়ণগঞ্জের কল্যাণে সব সময় নারায়ণগঞ্জ অর্গানাইজেশনস ইউনাইটি ফোরাম (নফ) কাজ করে যাবে ।
মানববন্ধনকালে এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ অর্গানাইজেশনস ইউনিটি ফোরামের প্রধান উপদেষ্টা আরেফিন রওশন হৃদয়, সংগঠনের সভাপতি মেহরাব হোসেন অপু, সাধারণ সম্পাদক তানভীর হাসান, সিনিয়র সহ-সভাপতি শাহরিয়ার শুভ, সহ-সভাপতি মোঃ আব্দুর রাকিব, যুগ্ম সম্পাদক হাসিব সরকার, আশরাফুল ইসলাম তৌকির, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মুন্না, অর্থ সম্পাদক সামসুর রহমান, প্রচার সম্পাদক মেহেদী হাসান, অভিজিৎ সাহা, অপু রায়হান, আরিয়ান ইসলাম নোমান প্রমুখ।