নারায়ণগঞ্জ বার্তা ২৪ : হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হকে ৯ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুুলিশ। আজ ১৮ই মে মঙ্গলবার সকালে মামুনুল হককে কঠোর নিরাপত্তায় কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ হেফাজতে আনা হয় ।
পুলিশ সুপার (এসপ) জায়েদুল আলম জানান, রয়েল রির্সোটে ভাংচুর, যুবলীগ নেতার বাড়িতে হামলা ও কথিত স্ত্রীর করা ধর্ষণের ৩ মামলায় ৯ দিনের রিমান্ড আনা হয়েছে মামুনুল হককে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এছাড়া হেফাজতে ইসলামের হরতালে ঢাকা চট্টগ্রাম মহাড়কের নারায়ণগঞ্জে ভাংচুর, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় আরও ৩টি মামলা মামুনুল হককে আরও ৯ দিনের রিমান্ডে পেয়েছে সিআইডি ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এরপর আরও ৯ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। রিমান্ড শেষে বিস্তারিত জানানো হবে।
গত ১৮ এপ্রিল দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদ্রাসা থেকে মামুনুল হককে গ্রেফতার করে পুলিশ।