নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক সাজ্জাদ রোমন এ তথ্য জানান। সোমবার (২৩ সেপ্টেম্বর) জেলা জুড়ে বিশেষ এ অভিযান শুরু হয়। অভিযানে এখন পর্যন্ত মোট ২৩টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় গ্রেফতার দেখানো হয়েছে ৩০ জনকে।
এছাড়া জিআর মামলার গ্রেফতারি পরোয়ানায় ২৬ জন, সিআর গ্রেফতারি পরোয়ানায় ১০ জনসহ ২ সাজার আসামি ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় ১৫১ ধারায় ১ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।
এ অভিযানে ১ হাজার ২০ পিস ইয়াবা, ১ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ২৩০ পুরিয়া হেরোইন, ৩ বোতল ফেনসিডিল ও ৭ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। অভিযান চলমান থাকবে বলে জানান পুলিশ কর্মকর্তা সাজ্জাদ রোমন।