নারায়ণগঞ্জে পিসিআর ল্যাবে শিশুর কোভিড-১৯ পরীক্ষায় দুই রকম তথ্য !

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে পিসিআর ল্যাবে এক শিশুর কোভিড-১৯ পরীক্ষায় একই সঙ্গে দুই রকম তথ্য দেওয়ায় খবর পাওয়া গেছে। তবে টাইপে ভুল হয়েছে জানিয়ে ল্যাব কর্তৃপক্ষ বলছে, বিভ্রান্তি এড়ানোর জন্য এই শিশুটির আবার পরীক্ষা করবেন তারা। শহরের চাষাঢ়া এলাকায় বসিন্দা ১২ বছর বয়সী ওই শিশুটির পরিবার এখন দুশ্চিন্তায় রয়েছে। তবে কোনক্রমেই যেন বিভ্রান্তির সৃষ্টি না হয়। শতভাগ নিশ্চিত হতে কাজ করছেন ল্যাবটির পরিক্ষক।

শিশুটির অভিভাবক গণমাধ্যমকর্মীকে জানিয়েছেন, শনিবার শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালের পিসিআর ল্যাবে তার পরিবারের ছয় সদস্যের সবার পরীক্ষা হয়। রবিবার দুপুরে তাকে মোবাইল ফোনে প্রথমে জানানো হয়, ১২ বছর বয়সী ওই শিশুর নেগেটিভ এসেছে। আবার পরে ফোন করে জানানো হয়, তার পজেটিভ এসেছে। এতে তারা দুশ্চিন্তায় পড়েছেন বলে জানান। তার পরিবারের অন্য পাঁচ সদস্যের নেগেটিভ এসেছে বলেও তিনি জানান।

এ বিষয়ে মুঠোফোনে কথা হলে খানপুর ৩০০ শয্যা হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক সামসুদ্দোহা সঞ্চয় বলেন, প্রতিবেদনে একটু ঝামেলা হয়েছে। তবে ল্যাবের ভাইরোলজিস্ট নিশ্চিত করেছেন শিশুটির পজেটিভ এসেছে। টাইপিং মিসটেক থেকে দুই ধরনের তথ্য এসেছে।ওই শিশুর পরিবারের অন্য পাঁচ সদস্যের নেগেটিভ এসেছে। তাই বিভ্রান্তি এড়ানোর জন্য শিশুটির আজ সোমবার আবার নমুনা নিয়ে পরীক্ষা করা হবে। আমরা নিশ্চিত করতেই কাজ করে যাচ্ছি।

add-content

আরও খবর

পঠিত