নারায়ণগঞ্জে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদদাতা ) : ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দরা। শনিবার(৪ জানুয়ারি) সকাল ১০টায় চাষাড়া শহীদন মিনারে দোয়া মাহফিল শেষে কেক প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এর আগে সকাল ৭টায় ২নং রেলগেইটস্থ আওয়ামীলীগের কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রলীগের নেতৃবৃন্দরা।

দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ বাদল, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি চন্দনশীল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, মহানগর স্বেচ্ছা সেবকলীগের সভাপতি জুয়েল হোসেন, মহানগর কৃষকলীগের যুগ্ম আহবাহক জিল্লুর রহমান লিটন, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ, সাধারণ সম্পাদক রাফেল প্রধান, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দু, মহানগর ছাত্রলীগ নেতা আহাম্মেদ কাউছার, শুভ রায়, আসাদুজ্জামান, সুমিত, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি শাহরিয়া রেজা হিমেল, সহ-সভাপতি টিপু সুলতান, সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান সৌরভসহ নারায়ণগঞ্জ ছাত্রলীগের প্রতিটি ইউনিটের নেতৃবৃন্দরা।

কেক কাটা শেষে বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে পুনর্মিলনীতে অংশ নিতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগরসহ প্রতিটি ইউনিটের হাজার হাজার নেতাকর্মী সকাল সাড়ে ১০টায় চাষাড়া চত্বর থেকে রওনা দেন ছাত্রলীগের নেতৃবৃন্দরা।

add-content

আরও খবর

পঠিত