নারায়ণগঞ্জে গলাচিপা এলাকা থেকে ঠিকাদার মোস্তফা’র লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (নিজস্ব প্রতিনধি) : নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকা থেকে মোস্তফা হাওলাদার নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (১৮ নভেম্বর) সকালে একটি পরিত্যক্ত বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। সে কুমিল্লার লাকসাম উপজেলার পুরিয়া গ্রামের হাসমত আলীর ছেলে। পেশায় ডিপ টিউবওয়েলের ঠিকাদার।

পরিবারের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক আশেক ইমরান জানান, গতকাল সকাল ৯টার দিকে বাসা থেকে বের হয়ে সে রাতে আর বাড়ি ফেরেনি। আজ সকালে গলাচিপা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এদিকে ঘটনাস্থল পরির্দশণ করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইমরান মেহেদী সিদ্দিকী। ইতমধ্যে অপরাধ তদন্ত সংস্থ্যা (সিআইডি) একটি দল স্থানটিতে ক্রাইম সিন দিয়ে ঘিরে রেখে তদন্ত করছে। কর্মকর্তারা জানিয়েছেন, তার শরীরের পিছন দিকে লালচে দাগ লক্ষ করা গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত জানাতে পারবেন।

add-content

আরও খবর

পঠিত