নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিকি ডাইং অ্যান্ড প্রিন্টিং কারখানায় গ্যাসের রাইজারে আগুনে পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছে। আজ ২২ই মে শনিবার ভোরে কাঁচপুরের নয়াবাড়ি এলাকায় নিকি ডাইং অ্যান্ড প্রিন্টিং কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
জেলা ফায়ার সার্ভিসের উপ–পরিচালক মোহাম্মদ তানহা ইসলাম জানান, শনিবার ভোরে নয়াবাড়ি এলাকায় নিকি প্রিন্ট নিটিং ও ডাইং নামের একটি কারখানায় তারা দগ্ধ হন। অগ্নিদগ্ধরা হলেন কারখানার টেকনিশিয়ান মো. আলম, অপারেটর মো. বশির, তার সহকারী মেহেদী হাসান, নিরাপাত্তাকর্মী হ্যাভেন চাকমা ও নাজির মিয়া। দগ্ধদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
ভোরের কোনো এক সময় স্পার্ক থেকে গ্যাসের রাইজারে আগুন লেগে গেলে তা নেভাতে গিয়েই পাঁচ শ্রমিক দগ্ধ হন বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের উপ পরিচালক (২) মোহাম্মদ তানহারুল ইসলাম।
মোহাম্মদ তানহারুল ইসলাম আরো জানান, ভোরে কারখানাটির গ্যাসের রাইজারে আগুন লাগার সংবাদে আমরা গিয়ে আগুন নেভাই। দগ্ধ পাঁচজনকে প্রথমে আল বারাকা হাসপাতালে নেয়া হয়। পরে সেখানে থেকে তাদের ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে। বর্তমানে তারা ঢামেকে চিকিৎসাধীন।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইয়ুব হোসেন বলেন, ভোরে নারায়ণগঞ্জ থেকে অগ্নিদগ্ধ হয়ে ৫ জন এসেছে। এদের মধ্যে মেহেদী হাসানের ৬০ ভাগ,আলমের ১৭ ভাগ, নাজিরের ২০ ভাগ, হ্যাভেন চাকমার ১৫ ভাগ ও বশিরের ৪৮ ভাগ পুড়ে গেছে। তারা সবাই জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন।