নারায়ণগঞ্জে কর জরিপ শুরু

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ অঞ্চলে কর পরিধি বদ্ধির জন্য কর জরিপ কার্যক্রম শুরু হয়েছে। কর অঞ্চলের গ্রাহকদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে কর্মকর্তারা স্পট এসেসমেন্টের মাধ্যমে এই কার্যকর চালাচ্ছেন। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে নগরীর সস্তাপুর এলাকার আমন্ত্রন কমিউনিটি সেন্টারে আয়কর জরিপের উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য  (ট্যাক্স এন্ড লিগ্যাল এন্ড এনফোসমেন্টে)  হাফিজ আহমেদ মোর্শেদ। এছাড়াও স্পস্ট এসেসমেন্টের মধ্যমে নতুন টিআইএন গ্রাহক ব্যবসায়ীদের মাঝে সনদ তুলে দেয়া হয়।

নারায়ণগঞ্জ কর অঞ্চলের কমিশনার নাজমুল করিমের সভাপতিত্বে  অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের  সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোরশেদ সারোয়ার সোহেল, নারায়ণগঞ্জের অতিরিক্ত  কর  কমিশনার আব্দুস সবুর খানসহ অনেকে।narayanganjbarta24.com

জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য  হাফিজ আহমেদ মোর্শেদ বলেন,  করের আওতা পরিধি বাড়ানোর জন্য দেশব্যাপি আয়কর জরিপ চালানো হচ্ছে। হাউজ প্রোপারটি, ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান , দোকানসহ বিভিন্ন স্থাপনায়  স্পট সার্ভের ম্যাধমে যে সব ব্যবসায়ী কর প্রদানের যোগ্য তাদের করের আওতায় নিয়ে আসা হবে।

তিনি বলেন, আগে আমাদের কর্মকর্তারা কোন স্থানে গেলে প্রশ্নের সম্মুখিন হতেন। কিন্তু এবার  কর্মকর্তাদের  পোষাক ও আইডি কার্ড প্রদান করা হয়েছে যাতে তারা সুষ্ঠ ভাবে এই জরিপ কাজ পরিচালনা করতে পারে।

নারায়ণগঞ্জ কর অঞ্চলের কর কমিশনার নাজমুল করিম বলেন, যেসব ব্যবসায়ী টিআইন গ্রহণ করেননি । কিন্তু করের আওতায় আসতে চার তাদের কষ্ট করে কর অফিসে আসতে হবেনা। আমাদের কর্মকর্তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বা বাড়িতে যাবেন স্পট  এসেসমেন্ট করে সেখানেই তাদের টিনএন সনদ প্রদান করবে।

add-content

আরও খবর

পঠিত