নারায়ণগঞ্জ বার্তা ২৪ : করোনাভাইরাসে নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১ জন এবং আক্রান্ত হয়েছেন ৫৪ জন। এই নিয়ে নারায়ণগঞ্জে মরণঘাতি করোনা ভাইরাসে মোট মৃত্যু ৭০ এবং আক্রান্ত মোট ১৯৭১ জন। আশঙ্কাজনক হারে বাড়ছে এই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। করোনা ভাইরাস থেকে এই পর্যন্ত সুস্থ হয়েছেন ৬৬৪ জন। শনিবার (২৩ মে) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এই তথ্য জানা যায়।
অন্যদিকে লকডাউন শিথিল হওয়ায় ঈদকে ঘিরেও জেলার বিভিন্নস্থানে বেড়েছে মানুষের উপস্থিতি। শহরের বিভিন্ন মার্কেট ও বিপনী বিতান গুলোতে লক্ষ্য করা যাচ্ছে উপচে পড়া ভিড়। সল্পপরিসরে জায়গা হওয়ায় মার্কেটে সামাজিক দুরত্ব বজায় রাখার কোন বালাই নেই। এতে করে দিন দিন নারায়ণগঞ্জ করোনা পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে মনে করছেন স্থানীয় সচেতন মানুষ।