নারায়ণগঞ্জে করোনায় আরো দুইজনের মৃত্যু, আক্রান্ত ৩৮ জন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : গত ২৪ঘন্টায় নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৩৮ জন। মারা গেছেন ২ জন। এ নিয়ে ভাইরাসটিতে মোট আক্রান্ত ১ হাজার ৪১৩ জন ও মৃতের সংখ্যা ৫৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৩৮ জন। মোট সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৯৮ জন। বুধবার (১৩ মে) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ এই তথ্য জানায়।

এদিকে নারায়ণগঞ্জের তিন শতাধিক নমুনা রিপোর্ট আইইডিসিআরে আটকে গেছে। এতে করে সৃষ্ট জটিলতায় ভোগান্তিতে সাধারণ মানুষ। তাই এখন থেকে নারায়ণগঞ্জ ৩শত শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালটির পিসিআর ল্যাব ও রূপগঞ্জের গাজী কোভিড ল্যাবে নমুনা পরীক্ষা করা হবে। এ বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডো. মোহাম্মদ ইমতিয়াজ।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জে আক্রান্ত সিটি কর্পোরেশন এলাকায় ৭২৬ জন, সদর উপজেলায় ৪৯১, বন্দর উপজেলায় ৩২, আড়াইহাজারে ৪২, সোনারগাঁয়ে ৬১ ও রূপগঞ্জে ৬১ জন। সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ৪২ জন, সদরে ১৩, বন্দরে ১, রুপগঞ্জে ১ ও সোনারগাঁয়ে ২ জন।

জেলায় আক্রান্তের পাশাপাশি সুস্থ রোগীর সংখ্যাও বাড়ছে। এই পর্যন্ত করোনা জয় করে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১৯৮ জন। তারমধ্যে সিটি কর্পোরেশন এলাকার ১২৫ জন, সদর উপজেলার ৪০ জন, রূপগঞ্জের ৪ জন, বন্দরে ৪ জন, সোনারগাঁয়ে ১২ জন ও আড়াইহাজারের ১৩ জন।

এই পর্যন্ত জেলায় মোট ৫৩৭১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৪০ জনের। এলাকা ভিত্তিক নমুনা সংগ্রহ করা হয়েছে সিটি কর্পোরেশনে ১২৭০, সদর উপজেলায় ২৩২৩, বন্দরে ৩৩৭, আড়াইহাজারে ৫৫৫, সোনারগাঁয়ে ৩৪৭, রূপগঞ্জে ৫৩৯ জনের।

add-content

আরও খবর

পঠিত