নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : নারায়ণগঞ্জের দেওভোগে বিশাল ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নায়েবে আমীরুল মুজাহিদীন মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই। ২৪ জানুয়ারি শুক্রবার বাদ আসর থেকে দেওভোগ বড় জামে মসজিদ প্রাঙ্গন (মরগ্যান স্কুল সংলগ্ন) বিশাল ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের আয়োজন করা হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারয়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, ২৪-০১-২০২০ইং রোজ শুক্রবার বাদ আসর থেকে দেওভোগ বড় জামে মসজিদ প্রাঙ্গন (মরগ্যান স্কুল সংলগ্ন) বিশাল ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নায়েবে আমীরুল মুজাহিদীন মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই। উক্ত মাহফিলে দেশবরেণ্য ওলামায়ে কেরাম উপস্থিত থাকবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ। পার্থিব ও পরকালীন শান্তি ও মুক্তির জন্য এই দ্বীনি মাহফিলে সকলকে স্বত্বস্ফ‚র্ত উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহবান জানিয়েছেন সভাপতি মুফতি মাসুম বিল্লাহ।