নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বিদেশী মদসহ প্রায় কোটি টাকা মূল্যের মাদক ধ্বংস করেছে পুলিশ। সোমবার (১১ মার্চ) বিকেলে আদালত প্রাঙ্গণে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এসব ধ্বংস করা হয়।
পুলিশ জানায়, জেলার বিভিন্ন থানার ৯৮টি মামলার জব্দকৃত আলামত (মাদক) ধ্বংস করা হয়। যার মধ্যে রয়েছে ১৬৫ কেজি গাজা, ২০ গ্রাম হেরোইন, ২৮ হাজার ৮৪৪ পিস ইয়াবা ট্যাবলেট, ১০৩৭ বোতল ফেন্সিডিল, ৩০২ বোতল বিদেশী মদ, ৭০ ক্যান বিয়ার ও ১০৫ লিটার দেশী মদ। এসব মাদকের আনুমানিক মূল্য প্রায় অর্ধ কোটি টাকা।
এ সময় জেলা পুলিশ সুপার গোলাম মোস্তাফা রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. বদিউজ্জামান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান মোল্লা, নুর মহসিন ও শাফিয়া শারমিন ও আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসপি বলেন, সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দিয়েছেন। জেলা পুলিশ বিভিন্ন সময়ে মাদকদ্রব্যসহ আলামত উদ্ধার করে। মামলা নিষ্পত্তি হওয়ায় বিজ্ঞ আদালতের আদেশে তা ধ্বংস করা হয়েছে।