নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : মুজিববর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দ্বিতীয় দফায় জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন প্রসঙ্গে সংবাদ সম্মেলন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। আজ ১৭ই জুন বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়। আগামী ২০ই জুন রবিবার এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহহীণদের ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার সারাদেশে ৫৩ হাজার ৩ শত ৪০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমিসহ গৃহ হস্তান্তর করা হবে।
সংবাদ সম্মেলনে জানায়, এরই ধরাবাহিকতায় নারায়ণগঞ্জ জেলার ৫ টি উপজেলায় আশ্রয়ণ–২ প্রকল্প হতে ২য় পর্যায়ে ১৮২ টি পরিবারের নিকট ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কবুলিয়ত, জমির খতিয়ান ও গৃহ প্রদানের সনদসহ ঘরের চাবি হস্তান্তর করার প্রস্তুতী নিয়েছে জেলা প্রশাসন। ১ম পর্যায়ে ৩৪৬ টি পরিবারের মধ্যে গৃহ প্রদান করা হয়েছে। এ জেলায় এ পর্যন্ত মোট ৫২৮ টি পরিবারকে ২ শতাংশ জমিসহ গৃহ প্রদান করা হলো।
এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপ সচিব মোহাম্মদ মনিরুজ্জামান বকাউল, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদদ সেলিম রেজা, সহকারী কমিশনার ফারজানা আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এবং সিএনএন বাংলা প্রতিনিধি খন্দকার শাহ আলম, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং যমুনা টিভির জেলা প্রতিনিধি আমির হোসেন স্মিথ, নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সভাপতি এবং এনএএন টিভির নিউজ কো অর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ টিটু, সাধারণ সম্পাদক এবং আনন্দ টিভির নারায়নগঞ্জ প্রতিনিধি সৈয়দ সিফাত আল রহমান লিংকন, সাংগঠনিক সম্পাদক এবং আমার বার্তা পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি নুরুজ্জামান কাউসার, দপ্তর সম্পাদক রাশিদ চৌধুরী, আমাদের কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার মো. জহির, আকবর হোসেন সহ জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিক।