নারায়ণগঞ্জের সকল হত্যাকান্ডের বিচার করা হবে : মাহমুদ হোসেন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী জননেতা কমরেড মাহমুদ হোসেন বলেছেন, মেহনতী মানুষের সরকার প্রতিষ্ঠিত হলে, নারায়ণগঞ্জের সকল হত্যাকান্ডের বিচার করা হবে। খুনি যদি এমপি, মন্ত্রী, ডিসিও হয় নিশ্চয় তারাও ছাড় পাবেন না। দেশবাসীর কাছে নারায়ণগঞ্জ হলো এখন সন্ত্রাসীদের নগরী। নারায়ণগঞ্জের শাসকরা খুব কায়দা করে এই আতঙ্ক সৃষ্টি করে রেখেছে, তাদের দখলদারিত্ব ও লুটপাট টিকিয়ে রাখার জন্য। তিনি বলেন, সন্ত্রাসীদের নারায়ণগঞ্জকে আপামর জনগণের বাসযোগ্য একটি সুন্দর আধুনিক নারায়ণগঞ্জ প্রতিষ্ঠা করতে আমরা বদ্ধ পরিকর।

মাহমুদ হোসেন বলেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এই পচা-গলা, নষ্ট সমাজটিকে পাল্টাতে চায়, লুটপাটকারী ধনীকশ্রেনীর আধিপত্ব ভেঙ্গে দিয়ে মেহনতী মানুষের রাজ প্রতিষ্ঠা করতে চায়। আর যে কারণেই বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কোদাল প্রতিকে আপনার মূল্যবান ভোটটি দিলে আমি পাশ করি আর নাই করি সেই ভোটটি পঁচে যাবেনা বরং আগামী দিনে সমাজ বদলের হাতিয়ার রূপে তা সংরক্ষিত থাকবে। ৩০ নভেম্বর শুক্রবার সকালে তল্লা এলাকায় মোক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে মাহমুদ হোসেন এসব কথা বলেন।

পার্টির নির্বাচনী প্রতিক কোদাল মার্কায় ভোট আহবান করে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিকনেতা শহীদুল আলম নাননু, হাবিবুর রহমান আঙ্গুর, রোকসানা বেগম, মুক্তা বেগম, শওকত আলী, আনোয়ার হোসেন ও প্রমূখ।

add-content

আরও খবর

পঠিত