নারায়ণগঞ্জ ডিবির নতুন ওসি আলমগীর হোসেন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন এসএম আলমগীর হোসেন। প্রায় দুই বছর যাবৎ ডিবির ওসির পদটি শূণ্য থাকার পর এবার ডিবিতে ওসি দেওয়া হলো। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা (ডিআইও-১) জানান, ডিবির নতুন ওসি হিসেবে দায়িত্ব পালন করবেন এসএম আলমগীর হোসেন।

জানা গেছে, এসএম আলমগীর হোসের মুন্সিগঞ্জের শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছিলেন। পরে তাকে মুন্সিগঞ্জ জেলার ডিবি পুলিশের ওসির দায়িত্ব দেওয়া হয়। দীর্ঘদিন মুন্সিগঞ্জের ডিবির ওসির দায়িত্ব পালন করার পরে তাকে নারায়ণগঞ্জ ডিবিতে বদলি করা হয়।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সর্বশেষ ওসি ছিলেন মাহাবুবুর রহমান। তার বিরুদ্ধে নির্যাতন ও মামলা দিয়ে ৯৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন এক ব্যবসায়ী। পরে ২০১৮ সালের মার্চে নারায়ণগঞ্জ ডিবি থেকে তাকে বদলি করা হয়। এরপর থেকেই ডিবির ওসির পদটি ছিল শূণ্য।

add-content

আরও খবর

পঠিত