নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরও ২৭ জন শনাক্ত হয়েছেন। তবে মৃতের সংবাদ পাওয়া যায়নি। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ১৬৫৮ জন। মৃত্যু মোট ৬৩ জন। ২৪ ঘণ্টায় আরও সুস্থ হয়েছেন ৪৯ জন, মোট সুস্থ্য হয়েছেন ৪৭০ জন। সোমবার (১৮ মে) বিকালে জেলা স্বাস্থ্য বিভাগ এই তথ্য জানায়।
এদিকে নারায়ণগঞ্জের তিন শতাধিক নমুনা রিপোর্ট আইইডিসিআরে আটকে গেছে। এতে করে সৃষ্ট জটিলতায় ভোগান্তিতে সাধারণ মানুষ। তাই এখন থেকে নারায়ণগঞ্জ ৩শত শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালটির পিসিআর ল্যাব ও রূপগঞ্জের গাজী কোভিড ল্যাবে নমুনা পরীক্ষা করা হচ্ছে।